বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: গত কয়েকদিন ধরেই সকালের দিকে প্রবল কুয়াশার কারণে দৃশ্যমানতার খুবই অভাব ঘটছে। ফলে সমস্যায় পড়ছেন গাড়ির চালকরা। আর সেই কারণেই দুর্ঘটনায় প্রাণ গেলো তিন জনের।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে শান্তিপুর বাবলা বাইপাস ১২ নম্বর জাতীয় সড়কে কলকাতা থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল একটি লরি। তার পিছনে একটি ছোট চারচাকা গাড়ি সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে প্রাণ হারাণ ছোট গাড়িতে থাকা তিন ব্যক্তি।
মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে শান্তিপুরের বাবলা পঞ্চায়েত এলাকায়। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, দুটো গাড়ি কলকাতা থেকে কৃষ্ণনগরের উদ্দেশে যাচ্ছিল। ঘন কুয়াশার কারণেই ছোট গাড়ির চালক লরি দেখতে পাননি বলে মনে করছেন প্রত্যক্ষদর্শীরা। তার জেরেই সজোরে গিয়ে লরির পিছনে ধাক্কা মারেন চালক। ছোট গাড়ির সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়। গাড়ি ভিতরেই আটকে পড়েন তিন জন। মাথা-মুখ থেঁতলে যায় তাঁদের। যতক্ষণে তাঁদের উদ্ধার করা হয়, মৃত্যু হয় তিন জনের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। মৃতদের পরিচয় এখনও জানা যায় নি।