বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: পুনে ফিল্ম ইনস্টিটিউটি কৃতি ছাত্রী পায়েল ভারতীয় ছবির এক উজ্জ্বল নক্ষত্র। তিনি একটা সার্বিক সফল সিনেমা তৈরী করেন, যা বার বার করে সমাদৃত হয় বিশ্বের বিভিন্ন প্রান্তে।

 

ফের ইতিহাস লিখলেন পরিচালক পায়েল কাপাডিয়া। এবারের ইতিহাস ‘স্বর্ণ’খচিত! ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস ২০২৫’-এ তাঁর ছবি ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’-এর জন্য সেরা পরিচালক (মোশন পিকচার) বিভাগে মনোনয়ন পেলেন পায়েল। এর আগে ‘কান চলচ্চিত্র উৎসব ২০২৪’- এ এই সিনেমার জন্য গ্রাঁ প্রি পেয়েছিলেন তিনি। এবার আবার মনোনয়ন। তিনি নিজে তো বটেই তাঁর সমস্ত প্রতিষ্ঠান এই খবরে উদ্বেলিত।

এই ছবিতে পরিচালক হিসাবে তিনি প্রতিযোগিতা করছেন, বিশ্বের তাবড় তাবড় পরিচালকদের সঙ্গে। তাঁর মুন্সীয়ানায় খুশি সকলেই। পায়েল ছবি গভীরে ঢুকে ছবির মর্মার্থকে খুঁজে নেন। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস ২০২৫’-এ পায়েলের প্রতিযোগিতা বিশ্বখ্যাত সব পরিচালকদের সঙ্গে। তালিকায় আছেন জ্যাকস অডিয়ার্ড ( এমিলিয়া পেরেজ), সিন বেকার (অ্যানোরা), এডওয়ার্ড বার্জার (কনক্লেভ), ব্র্যাডি করবেট (ব্রুটালিস্ট), কোরালি ফার্জেট ( দ্য সাবস্টেসন্স)। পুণের এফটিআই (ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া)-এর প্রাক্তনী পায়েল। ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’-এর হাত ধরে প্রায় তিরিশ বছর পর কোনও ভারতীয় ছবি কান চলচ্চিত্র উৎসবের প্রথম সারিতে মনোনয়ন পেয়েছিল। কানের সর্বোচ্চ সম্মান পাম ডি’ওর অল্পের জন্য হাতছাড়া হলেও উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান গ্রাঁ প্রি পুরস্কার জিতেছিল পায়েলের ছবি। পায়েল ভারতের সিনেমা জগতের গর্ব। তাঁর প্রতি আমাদের সকলের শুভ কামনা রইলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *