বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: যেইদিন ভারত ও বাংলাদেশের সচিব পর্যায়ের আলোচনা চলছে শান্তির জন্য সেই দিনই বাংলাদেশের প্রধান দল বিএনপির এই ঘোষণা আবার শান্তির পথে বাঁধা হয়ে দাঁড়ালো।

 

সোমবার যখন ঢাকার মাটিতে ভারতের সঙ্গে বৈঠক হচ্ছে বাংলাদেশের, তারই মধ্যে ভারতের সীমান্তের দিকে অভিযান চালানোর কথা বলল সে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি। সাংবাদিক বৈঠক করে অভিযানের কথা ঘোষণা করেছেন বিএনপি নেতারা। বিএনপি ঘোষণা করেছে, আগামী ১১ ডিসেম্বর অর্থাৎ বুধবার সকালে ভারতের রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলার দিকে লং মার্চ করবে তারা। আগরতলা ও বাংলাদেশের সীমান্ত এলাকা পর্যন্ত অভিযান চালাবে তারা। তাদের এই হুমকি যে আগুনের জোর করে ঘি ঢালা হচ্ছে তাতে কোনো সন্দেহ নেই।

তাদের মধ্য থেকে গুঞ্জন উঠেছে ভারতকে হুঁশিয়ারি দিতেই নাকি এই লং মার্চ। বিএনপি নেতা রুহুল কবির রিজভি বলেছেন, “ভারতের শাসকশ্রেণি যা করছে, তা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় আগ্রাসন ছাড়া আর কিচ্ছু নয়। আপনারা বলছেন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন। সংখ্যালঘু নির্যাতন বলে কী? আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদৌল্লার বাংলা-বিহার-ওড়িশা ফেরত দাও।” শুধু তাই নয়, বাংলাদেশের রাস্তায় এমন কিছু লিফলেট বিলি করা হচ্ছে, যাতে লেখা, ভারতকে শত্রু রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক। সব মিলিয়ে পরিবেশ যে আরও উত্তপ্ত হচ্ছে তাতে কোনো সন্দেহ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *