বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:সকালের দিকে আজ আকাশ থাকবে বেশ পরিষ্কার। তেমন কোনো মেঘ বা কুয়াশার দেখা নেই। একটা মৃদু ফাল্গুনী বাতাসের সংঙ্গে কোয়েলের ডাক জানান দিচ্ছে এখনও বাসন্তিক আবহাওয়া বজায় আছে। সোমবার বিকেলের দিকে দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় সামান্য বৃষ্টি হয়েছে। তবে হাওয়া অফিসের বার্তা আজ বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই।

আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের (South Bengal) সমস্ত জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে কাল থেকে ফের শুরু হবে তাণ্ডব। বৃষ্টিতে ভিজবে একাধিক জেলা। আজ শুষ্ক আবহাওয়াই থাকবে দক্ষিণবঙ্গে। তবে বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। আগামীকাল বৃষ্টিতে ভিজবে বাংলার একাধিক জেলা। বুধবার থেকে ফের বর্ষণের পূর্বাভাস বীরভূম ও পশ্চিম বর্ধমানে। শুক্রবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে এই দুই জেলায়। তবে সবটাই নির্ভর করছে কতটা জলীয় বাষ্প ঘনীভূত হয় তার উপর। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে ফুঁসছে ঘূর্ণাবর্ত। ওদিকে আজ মঙ্গলবার নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। এর প্রভাবে বঙ্গে বৃষ্টি নামতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকতে পারে। বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আজ তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্ব নিম্ন ২৩ ডিগ্রির আশেপাশে থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া একই রকম থাকবে। উত্তরবঙ্গের তাপমাত্রা বাড়লেও এখনও ঠান্ডার শেষ রেশ আছে। আজ বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরের কোনও জেলাতেই। বৃহস্পতিবার আবহাওয়ার পরিবর্তন হতে পারে। আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। আগামী তিন দিনে উত্তরের জেলা গুলিতে রাতের তাপমাত্রা দুই ডিগ্রি কমতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *