বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! দক্ষিণ থেকে উত্তর, ব্যাক টু ব্যাক সভা রয়েছে তাঁর। এমনকি বেশ কয়েকটি সরকারি প্রকল্পেরও উদ্বোধন রয়েছেন প্রধানমন্ত্রীর। আর সেই সভায় যোগ দিতে মঙ্গলবার রাতেই কলকাতায় পৌঁছে যাচ্ছেন তিনি। বুধবার অর্থাৎ ছয় মার্চ বারাসতে সভা রয়েছে প্রধানমন্ত্রীর।
আর সেই সভায় মহিলা ভোটারদের জমায়েতই লক্ষ্য বঙ্গ বিজেপি নেতৃত্বের। আর তা সফল করতে ইতিমধ্যে ময়দানে নেমে কাজ করছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। শুধু বারাসতেই নয়, শিলিগুড়িতেও সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। লোকসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গকে পাখির চোখ করে জনসভা করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Modi in Bengal) ।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ৯ই মার্চ শিলিগুড়ির কাওয়াখালি ময়দানে জনসভা করবেন প্রধানমন্ত্রী (Modi in Bengal)। তার আগে আজ সোমবার দুপুরে জনসভার মাঠ পরিদর্শন করলেন বিজেপির জেলা সভাপতি সহ জেলা নেতৃত্বরা। জানা গিয়েছে, ওই দিন বিকেলে জনসভায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী। আর এই সভায় লক্ষাধিক মানুষের জমায়েতের টার্গেট বঙ্গ বিজেপির।
এদিন বিজেপির জেলা সভাপতি অরুন মন্ডল বলেন, উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী (Modi in Bengal)। এই জনসভা থেকে জলপাইগুড়ি এবং শিলিগুড়ির মানুষকে সম্বোধন করবেন তিনি। এর আগে গত বিধানসভা নির্বাচনের আগে এখানে সভা করে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। এবার সেই মাঠেই সভা হবে তাঁর।
তবে সন্দেশখালির ঘটনায় গোটা দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। লাগাতার এই ইস্যুকে সামনে রেখে আন্দোলন চালাচ্ছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। এমনকি দিল্লি থেকে একাধিক কমিশন সন্দেশখালি গিয়েছে। আর এই রাজনৈতিক প্রেক্ষাপটে বারাসতে প্রধানমন্ত্রীর সভা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
নরেন্দ্র মোদীর ‘মহিলা সম্মেলন’ যাতে সফল হয় সেজন্য বাংলায় এসে গিয়েছেন বিজেপি মহিলা মোর্চার সর্বভারতীয় সভানেত্রী বনথি শ্রীনিবাসন। সোমবারই রাজ্যে এসেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বৈজয়ন্ত জয় পাণ্ডা। তিনি মহিলা মোর্চার সর্বভারতীয় ইনচার্জের দায়িত্বেও রয়েছেন।
বারাসতে ইতিমধ্যে তাঁর সাংগঠনিক বৈঠক করেছেন। পাশাপাশি সভাস্থলও পরিদর্শনও করেছেন বিজেপি মহিলা মোর্চার সদস্যরা। বুধের সভাও তাঁরাও থাকবেন বলে খবর। তবে সন্দেশখালির ঘটনার পরিপ্রেক্ষিতে বারাসতের সভা থেকে প্রধানমন্ত্রী কি বলে সেদিকেই নজর সবার। যদিও গত দুটি সভা থেকেই সন্দেশখালি নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী (Modi in Bengal)।