বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ। যা সাইক্লোনের (Cyclone Storm) আকার নিয়ে আছাড়ে পড়ার সম্ভাবনা বাংলা ও ওড়িশা উপকূলে।

 

বুধবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।সেই তালিকায় রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরও। সাইক্লোনের আশঙ্কায় ইতিমধ্যেই দিঘা-সহ সমুদ্র উপকূলবর্তী এলাকা গুলিতে বিশেষ সতর্কতার নির্দেশ দিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। সতর্কতা জারি হয়েছে দক্ষিণ ২৪ পরগনার নামখানা,সাগর,পাথরপ্রতিমা, বকখালি এলাকাগুলিতেও।পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে ‘দানা’। এর প্রভাবে আজ থেকেই ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে। বুধবার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।ইতিমধ্যে হুগলীতে দানার প্রভাবে শুরু হয়েছে হালকা বৃষ্টি। হুগলি জেলা প্রশাসন ও হুগলী চুঁচুড়া পৌরসভার যৌথ উদ্যোগে সব রকম সতর্কীকরণ সহ ব্যবস্থা নেওয়া হয়েছে এই ঘূর্ণিঝড় মোকাবিলায়। গতকাল থেকে আজও হুগলির বিভিন্ন জায়গায় মাইকিং প্রচার চলছে। হুগলী চুঁচুড়া পৌরসভার গঙ্গার তীরবর্তী অঞ্চলে চলছে পৌরসভা কত ভাবে সতর্কীকরণ মাইকিং। গঙ্গার তীরবর্তী মৎস্য জীবীদের ও গঙ্গায় মাছ ধরতে না যাওয়ায় জন্য নির্দেশিকা দেওয়া হয়েছে। পৌরসভা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা ও প্রত্যেকটি মানুষকে সতর্কীকরণ সহ গঙ্গার তীরবর্তী নৌকো গুলি তাদের সঠিক জায়গায় বেঁধে রাখা নির্দেশ দিচ্ছেন। চুঁচুড়া নৈহাটি ফেরি সার্ভিস ও আজ বিকেল পাঁচটা থেকে শুক্রবার বেলা বারোটা পর্যন্ত বন্ধ থাকার নির্দেশিকাও জারি করা হয়েছে। হুগলি জেলা প্রশাসন ও জেলা প্রশাসন সহ ডিজাস্টার ম্যানেজমেন্ট ফোর্সকেও সব রকম মোকাবিলায় জন্য প্রস্তুত রাখা হয়েছে। জেলা প্রশাসন গত ভাবে প্রত্যেকটি সময় নজর রাখা হচ্ছে ঘূর্ণিঝড় দানার গতি প্রকৃতির ওপর। গঙ্গার তীরবর্তী মৎস্যজীবীরাও ঘূর্ণিঝড়ে প্রভাবে জন্য আগাম সতর্কবার্তা হিসেবে গঙ্গায় না যাওয়ার কথা জানিয়েছেন। বৃহস্পতিবার অতি ভারি থেকে তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও ঝাড়গ্রাম জেলায়। এই দিন (২৪ অক্টোবর, বৃহস্পতিবার) রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত সময়কালে বাংলা ও ওড়িশা উপকূলে ঘূর্ণিঝড়ের আছড়ে পড়ার সম্ভাবনা।২৩ অক্টোবর, বুধবার সন্ধ্যায় ঝড়ের বেগ ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘন্টা থেকে ৬০ কিমি প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছে যাবে। বৃহস্পতিবার ২৪ অক্টোবর রাত থেকে ২৫ অক্টোবর সকালের মধ্যে তা সর্বোচ্চ ১০০ থেকে ১২০ কিমি প্রতি ঘন্টা থেকে ১২০ কিমি প্রতি ঘন্টায় পৌঁছে যেতে পারে। ২৫ অক্টোবর, শুক্রবারও ভারি থেকে অতিভারি বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা। সব মিলিয়ে সম্পূর্ণ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে চলবে দুর্যোগ।

হুগলির চুঁচুড়া থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *