বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:স্থানীয় সূত্রের খবর, একটি পায়খানা পরিষ্কার করার ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা জয়ন্ত মান্না নামে এক গ্যাস বিক্রেতাকে ধাক্কা মেরে চায়ের দোকানে সামনে ঢুকে যায়।
ঘটনাস্থলে গুরুতর জখম জয়ন্ত মান্না কে স্থানীয়রা উদ্ধার করে সিঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ঐ গ্যাস বিক্রেতার। স্থানীয়দের বক্তব্য ট্রাক্টর চালক মদ্যপান করে গাড়ি চালানোর জন্যই এই দুর্ঘটনা। সেই সঙ্গে রাস্তার ধরে দাঁড়িয়ে থাকা একটি টোটো গাড়ির উপর উঠে যায় ঐ পায়খানা পরিষ্কার করার ট্রাক্টরটি। তবে সেও সময় টোটোতে কোন যাত্রী না থাকায় কেবল মাত্র টোটো গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত হয় একটি সাইকেলও, গ্যাস বিক্রেতার মৃত্যুর খবরে এলাকার মানুষ বিক্ষোভে ফেটে পরে। স্থানীয়রা প্রায় ১ ঘন্টা ১৬ মিনিট পথ অবরোধ করে। ঘটনাস্থলে সিঙ্গুর থানার পুলিশ আধিকারিক সুদীপ্ত সাঁধুখা, তারকেশ্বর সি আই, ডি ওয়াই এস পি হেড কোয়ার্টার অগ্নীশ্বর চৌধুরী এলাকায় আসেন।সিঙ্গুর থানার পুলিশ প্রশাসন উপস্থিত হয়ে ট্রাক্টরে থাকা এক ব্যক্তিকে আটক করে বাকি ২ জন পালিয়ে যায়। পুলিশ বিক্ষোভ কারীদের সাথে কথা বলে অভিযুক্ত দের খুঁজে বের করার আশ্বাস দিলে অবরোধ ওঠে। পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করেছে বলে জানা যায়।
হুগলির সিঙুর থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট