বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শিলিগুড়িতে সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি আজ শিলিগুড়িতে এসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান সংসদ রাজু বিস্ত। সুকান্ত মজুমদার এদিন জানালেন আগামী ২৬ শ এর নির্বাচন বিজেপির জন্য অসাধারন হয়ে থাকবে।
কারণ তৃণমূলের উপর থেকে মানুষ বিশ্বাস হারিয়ে ফেলছে। এই রাজ্যে কোন শৃঙ্খলা নেই। রাত্রিবেলায় মহিলাদের নিরাপত্তা একেবারেই নেই বললেই চলে, চাকরির কথা তো না বললেই নয়, উত্তরবঙ্গ আগের মতই বঞ্চিত থেকে গেছে, তাহলে বেকার বেকার মিছিমিছি তৃণমূলকে ক্ষমতায় রেখে লাভ কি? মানুষ চায় একেবারে ন্যূনতম পরিষেবা, যেটা দিতে পারছে না তৃণমূল কংগ্রেস। দুমাস হয়ে গেল আরজিকরের ঘটনা, অথচ কোন বিচার হলো না। এদিন সুকান্ত মজুমদারকে অভ্যর্থনা জানিয়ে রাজু বিস্তা জানালেন, এবার বিজেপি পরিবর্তন করবে অনেক কিছু, আপনারা দেখতে থাকুন। সময় কথা বলবে, সুকান্ত মজুমদার এই দিন আরো জানালেন আমি একজন রাজ্য সভাপতি হিসেবে বলতে পারি, বাংলার মানুষের নিরাপত্তা বিজেপি ভালোভাবেই দেবে আগামী দিনে। শুধু বিশ্বাস এবং ধৈর্য রাখতে হবে। বাংলায় এতদিন নৈরাজ্য চলেছে, এবার সুশাসন আসবেই।