বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:” কলা বউ ” বাঙালি দুর্গাপূজায় একজন প্রয়োজনীয় চরিত্র। বাঙালি সাবেকিয়ানা
না দূর্গা পূজাতে কলা বউয়ের ভূমিকার অসীম। এবং তা শুরু থেকেই, ষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত, কলা বউয়ের ভূমিকা ও আলাদা থাকে। তাকে স্নান করানো অন্যতম পুণ্যের কাজ বলে মনে করেন, বাঙালি ঘরে গৃহবধূরা।

 

কলা বউয়ের আশীর্বাদ পেলে পূর্ণ প্রাপ্তি হয়, এই বিশ্বাস মনে করেন বাঙালি গৃহবধুরা। ছোট থেকেই আমরা দেখে আসছি কলা বউয়ের কথা। আগে ঠাকুমার কাছে, পরে মায়ের কাছে, মাঝে দিদার কাছে, এবং পরে স্বচক্ষে দেখা কলা বউয়ের কাহিনী। দেবীর আগমন থেকে দেবীর বিসর্জন পর্যন্ত, কলা বউয়ের মর্যাদা কারো থেকেই কোন অংশে কম নয়। এমনকি দশমীর দিনে যখন সবাই বিসর্জন নিয়ে ব্যস্ত, মাকে বন্দনা করে মাকে বরণ করে, একে অপরকে সিঁদুর মাখাতে ব্যস্ত, এর মাঝেও কলবউকে পূজা পুজো করা, এবং তার আশীর্বাদ নেওয়া। গতকাল দেখা গেছে বিভিন্ন মন্ডপে মন্ডপে, মাকে বরন করার পাশাপাশি কলা বউকে স্নান করানো এবং তার আশীর্বাদ নেওয়ার হুড়োহুড়ি। সবকিছুর মধ্যে এটাও থেকে যাবে , কলা বউয়ের চরিত্রের একটি বিশাল কাহিনী। এটা বাঙ্গালীদের কাছে শুধু পুজো নয় আশীর্বাদ ও বটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *