বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজকে নবমী? না বিজয়া ? এই দ্বন্ধ নিয়ে প্যান্ডেলে চলে গেলেন গৃহবধূরা। শাস্ত্রমতে আজ দশমী। কিন্তু গতকাল ছিল অষ্টমী, আজকের নবমী হওয়ার কথা, কিন্তু গতকাল অষ্টমী এবং নবমী একদিনে পড়ে যাওয়ায় দশমী আজকেই হচ্ছে।
বলে জানিয়েছেন পন্ডিতেরা। দুর্গা মায়ের আরাধনা, এবং পুজো আসছে এটা বাঙালির কাছে যে কত বড় আনন্দের, সেটা একমাত্র বাঙালি বলতে পারবে। সেই জায়গা দাঁড়িয়ে একদিন পুজো কমে যাওয়া মানে বাঙালির আনন্দের মানসিকতায়, একটা চরম আঘাত। বিষাদ কিছুটা শুরু হয়ে গেছে, কারণ আজ দশমী সেটাই মানুষের মনে মনে ঘুরছে। শিলিগুড়ির বিভিন্ন প্যান্ডেলে গিয়ে দেখা গেল, মাকে বরণ করতে চলে আসছেন বাড়ির গৃহবধূরা, এবং বাড়ির মেয়েরা। আজকের রাত বারোটার পরে আর থাকবে না দশমী, তাই একটা তাড়াহুড়া তো আছেই। দম ফাটা আনন্দের পরে এই ধরনের দিন, স্বাভাবিকভাবেই মানুষের মনে একটা বিশাধ এনে দেয়। তবুও সবকিছু পিছনে রেখে সকালবেলায় থালা নিয়ে তার উপরে সিঁদুর, এবং মিষ্টি সাজিয়ে রওনা দিচ্ছেন বাড়ির বউরা মহিলারা। বিজয় দশমীকে তো ফেলে রাখা যায় না, আর এটা মেনে চলতেই হবে।