বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:শিলিগুড়িতে চলছে মা দুর্গাকে বরণ করার পলা। আজ দশমী। বিষাদের সুর এসেছে শিলিগুড়িতে সব জায়গার মতো। মাকে বরণ করে একে অন্যকে সিঁদুর পরিয়ে দিচ্ছেন গৃহবধুরা।
সাথে আকুতি সামনে বছর আবার যেন এইরূপে চলে এসো মা। বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব যেন চারিদিকে আলো ছড়িয়ে আসে এবং আলো দিয়ে সাজিয়ে চলে যায়। আজ বিজয়া দশমীতে বিষাদের সাথে সাথে আনন্দের ছোঁয়া আছে, সামনে বছর যেন আবার নতুন করে কিরে পাওয়া যায় এই দিনগুলিকে। হঠাৎ করে নবমী থেকে দশমী চলে আসায়, বিষাদ অনেকটাই বেড়েছে মানুষের মধ্যে, তবুও বিষাদ কাটিয়ে যেন মানুষ ফিরেছে বাস্তবে। মাকে যে বিদায়
দিতে হবে। মা ফিরে যাবেন কৈলাসে। আজ শিলিগুড়ি বিভিন্ন পূজা মন্ডপে লাইন দিয়ে, মহিলারা মাকে বরণ করলেন। ধৈর্য ধরে দাঁড়িয়ে সকাল থেকে মায়ের পায়ে নিজের হাত ছুঁয়ে চলে যাওয়ার সময় মহিলারা, যেন মনে মনে বললেন মা অপরাধ ক্ষমা করে আবার তুমি ফিরে এসো আমাদের মাঝে।