বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বাড়িতে পুজো, তাই আর বাইরে বেশিক্ষণ থাকতে চাননি তিনি, নিজের বাড়িতে পুজোয় পরিবারের সাথে সময় কাটালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।
সারাদিন থাকলেন, প্রথমে অষ্টমীর অঞ্জলি এবং পরে নবমীর সন্ধ্যে পুজো এবং যজ্ঞে নিজে প্রধান হয়ে উপস্থিত থাকলেন। মেয়র জানালেন পুজোতে বাইরে থেকে সবাই এসেছে, তাই আর বাইরে থেকে সময় নষ্ট করতে চাই না, যদি ঘরে পুজো হয় তাহলে তাকে যোগ দিয়ে আনন্দ করার আনন্দই যে আলাদা। আমি সব সময় চাই এইসব পুজোর মধ্যে নিজেকে জড়িয়ে থাকতে, তবে কাজে ব্যস্ত থাকার কারনে সেটা আর হয়ে ওঠেনা। আমার মনে হয় দুর্গাপূজার আনন্দই সব থেকে আলাদা, সবার থেকে আলাদা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া উৎসব তাই শারদীয়া উৎসবে নিজের মনের মত করে চলতে চাই সবাই। এদিন বাড়িতেই ভোগ রান্না হল এবং প্রসাদ বিতরণ হলো, মেয়ের গৌতম দেব জানালেন সবার সেরা এই ভোগের প্রসাদ খেলে আর কিছু লাগেনা । আর আমার কাছে তো
তা অমৃত মনে হয়। মেয়র এদিন জানালেন আরো কয়েকদিন ছুটি কাটাবো। সারা বছর কাজে ব্যস্ত থাকি, এই সময়টা একটু আলাদা থাকতে চাই। আজকের নবমীর পূজা হয়ে গেল, বিকেলে আবার বের হব। সবাই পুজো ভালোভাবে কাটান, সবাই আনন্দে থাকুন দুর্গা মায়ের কাছে এতটুকুই প্রার্থনা করি।