বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শিলিগুড়ি থেকেই শুরু হল বিজেপীর” গ্রামে চলো ” প্রকল্প। বিধায়ক শঙ্কর ঘোষ জানালেন বিজেপী সারা গ্রাম বাংলার মানুষের সাথে গিয়ে দেখা করবো। মানুষের কি কি অসুবিধা হচ্ছে এবং তাদের সমস্যা শুনে তার সমাধানের চেষ্টা করব।
আমাদের কাছ হবে একেবারেই সমাজের নিম্ন শ্রেনীর মানুষের কাছে পৌছে যাওয়া। তাদের সন্তান দের নিয়ে তারা কি কি ভাবছেন সেটা শুনে সেই সমস্যার সমাধান করা। এই বাংলাতে তৃণমূল সরকার যা খুশী তাই করে চলেছে। এটা কোনভাবেই হতে দেওয়া যায় না। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন মুখ্যমন্ত্রী। বিজেপী এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে। কারন বিজেপী আগামীদিনে বাংলাতে আসছে এটা একে নিশ্চিত। তাই আমাদের কাজ হল নিপিড়িত এবং অসহায় মানুষের কাছে গিয়ে পৌছানো। তাই আমরা প্রতি গ্রামে গ্রামে গিয়ে মানুষের পাশে দাড়াতে চেষ্টা করছি। শঙ্কর ঘোষ আরো জানান বিজেপী বাংলাতে উন্নয়ন এর দরজা খুলে দেবে। তাই এখন থেকেই আমরা শুরু করছি মানুষের কাছে পৌছানোর কাজ। বাকিটা সময় বলে দেবে বলে জানালেন শিলিগুড়ির বিধায়ক।