বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: চায়ের বাজারে দার্জিলিং এর চায়ের বাজারকে একেবারেই ধরে ফেলতে চাইছে একেবারে সামনে চলে আসা নেপালের চা।নেপালের স্থানীয় দুটি বাগানের চা এর গন্ধ একেবারে মাত করে দিচ্ছে দার্জিলিং এর চা কে। একেবারে অর্ধেক দাম এবং অনেকটাই হালকা এই চা এখন শুধুমাত্র উত্তরবঙ্গে ঢুকে যায় নি।বাইরে যাচ্ছে।
বিশেষ করে ইয়োরোপের বেশ কয়েকটি দেশেও যাচ্ছে এই চা। চাপাতা তুলে অতি সহজেই গাড়িতে করে বাইরে চলে যাচ্ছে এই চাপাতা।অনেকেই বলছেন একেবারে অতুলনীয় এই চায়ের গন্ধ।সবচাইতে বড় কথা এই চায়ের ব্যাবসায় যুক্ত থেকে নেপালের অনেক বেকার যুবক এবং যুবতী নিজেদের কর্মসংস্থান খুজে পেয়েছেন। তবে বিশেষজ্ঞরা এখনই মানতে নারাজ এই খবর।তারা জানিয়েছেন দার্জিলিং এর চা একেবারেই তুলনাহীন।এখনই তুলনা করা অনুচিত।তবে এইভাবে চলতে থাকলে অনেকটাই এগিয়ে যাবে এই চায়ের বাজার এটা মেনে নিচ্ছেন অনেকেই।