বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আসন্ন শারদোৎসব উপলক্ষ্যে শিলিগুড়ির দুর্গা বাড়ির উদ্যোগে দুঃস্থদের বস্ত্র বিতরন করা হলো। আর সকালে মেয়র গৌতম দেব নিজে উপস্থিত হয়ে বস্ত্র বিতরণ করলেন।
তিনি জানালেন এই দুর্গা বাড়িতে বিখ্যাত পুজো। বহু বছর ধরে এখানে পুজো হয়ে আসছে। আমিও এখানে এসেছি আগে অনেকবার। আমার ভালো লাগে এখানকার পুজো এবং এখানে আসতে। তাই এবার এসে দুস্থদের মধ্য বস্ত্র বিতরণ করে ভালো লাগলো আমার। আমার মনে হয় এই ধরনের জায়গায় এসে পৌঁছালে মন ভালো হয়ে যায়। আজকের দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করে আমি আনন্দ পেলাম। আমার ভালো লাগছে এখানে এসে এদের বস্ত্র বিতরণ করতে। কারন মা আসছেন সবার জন্য । কাজেই সবারই পাওনা পুজোতে আনন্দ করা। নতুন জামা কাপড় পড়ে ওরা আনন্দ করুক ভালো থাকুক এটাই আমি চাই। জানালেন মেয়র গৌতম দেব।