বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজ শিলিগুড়িতে যুব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তিহানা চা বাগানের চা শ্রমিকদের হাতে খাবার সহ জরুরী সামগ্রী তুলে দিলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ। আজ যুব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করাহয়ে ছিল।
জেলা সভাপতি জানান আমাদের দরকার ছিল এই ধরনের অনুষ্ঠানের যেখানে আমরা এইসব সাধারন দুস্থ শ্রমিকদের সাথে এবং পাশে থাকতে পারবো। চা শ্রমিকদের কষ্টের কথা আমরা সবাই জানি। সবাই কষ্টে আছেন। তাই আমাদের কর্তব্য এই সব চা শ্রমিকদের পাশে দাড়ানো। আবার আসব আমরা আর আবার সাহায্য করব। এইসব দুস্থদের জন্য যদি আমাদের তরফ থেকে কিছু করে উঠতে পারা যায় তবে আমার সত্যি সত্যি ভালো লাগবে। এইসব চা শ্রমিকদের পাশে দাড়ানো আমাদের কর্তব্য বলেই আমি মনে করি বলে জানালেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ।