বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: মহারাষ্ট্র, গোয়া, কোঙ্কণ, গুজরাট, সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কিছু অংশে আজ অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
সৌরাষ্ট্র, কচ্ছ এবং অরুণাচলপ্রদেশে আজ এবং উত্তরপ্রদেশে আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরাখণ্ড, গুজরাট, পশ্চিম এবং পূর্ব মধ্যপ্রদেশে আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী দু’দিন নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড, ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বিহারেও একই পরিস্থিতি থাকবে। তেলেঙ্গানা ও কর্ণাটক উপকূলেও চলবে ভারি বৃষ্টি।
এদিকে, মুম্বাই ও শহরতলি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি হচ্ছে। শহরের বেশ কিছু নিচু এলাকা জলমগ্ন। গতকাল ভারী বৃষ্টি ও বজ্রপাতের কারণে কমপক্ষে ১৪ টি বিমান ঘুরিয়ে দেওয়া হয়। ব্যাহত হয় ট্রেন চলাচলও। অবিরাম বৃষ্টির জেরে থানের মুম্ব্রা বাইপাসে ভূমিধ্বসের জেরে আটকে পড়ে একাধিক যানবাহন। বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন, মুম্বাইয়ের সমস্ত স্কুল-কলেজে আজ ছুটি ঘোষণা করেছে। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।