বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা, দলের সাংগঠনিক কাজে আজ ওড়িশা যাচ্ছেন। একদিনের এই সফরে ভুবনেশ্বরে শ্রী নাড্ডা, বুদ্ধিজীবী সম্প্রদায় এবং দলের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। দলের সদস্য সংগ্রহ অভিযানেও অংশ নেবেন তিনি।
রাজ্য জুড়ে বিভিন্ন গোষ্ঠী, প্রতিষ্ঠান এবং সংগঠনের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে যোগ দেবেন। বিকেলে রাজ্যের মন্ত্রী, বিধায়ক, সাংসদ ও দলীয় পদাধিকারীদের সঙ্গে বিশেষ আলোচনায় বসবেন শ্রী নাড্ডা।
উল্লেখ্য, চলতি মাসের ২ তারিখ দেশজুড়ে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে।