বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বীরভূমে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে আলোচনা শেষ করে সাংবাদিকদের তিনি বলেন, এই অতি বর্ষণ ও বন্যার কারণে কৃষকদের প্রচুর ক্ষতি হয়েছে।
কিন্তু তিনি কৃষকদের আশ্বস্থ করে বলেন, যাঁদের ফসল নষ্ট হয়েছে তাঁদের জমি মেপে শস্য বিমার টাকা দেওয়া হবে । আর্থিক ক্ষতি নিয়ে কৃষকদের দুঃশ্চিন্তা না করতে আবেদন জানান তিনি। তিনি বলেন, আগে শস্য বীমার জন্য চাষীদের টাকা দিতে হতো। কিন্তু এখন দিতে হয় না। সেই বীমার টাকা সরকার দেয়। তিনি বলেন, রাঙা মাটির দেশ এই বীরভূম। এটা প্রধানত কৃষি প্রধান জেলা। এখানকার কৃষকদের পাশে সরকার আছে।
মুখ্যমন্ত্রী জানান, ডিএম, কৃষি আধিকারিক ও অন্যান্য আধিকারিকরা এখানে আছেন। তাদের স্পষ্ট বলে দেওয়া হয়েছে, জল নেমে গেল প্রত্যেক কৃষকের ক্ষেতে গিয়ে পর্যালোচনা করে তারা দেখবেন যে প্রত্যেক কৃষকের কত আর্থিক ক্ষতি হয়েছে। সেই ক্ষতির টাকা সরকারের তহবিল থেকে ও শস্য বীমা থেকে তাদের হাতে তুলে দেওয়া হবে। তাই তিনি কৃষকদের দুঃশ্চিন্তা করতে না করেন।