বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এ এক আশ্চর্য কান্ড। জুনিয়র চিকিৎসকেরা অবস্থান বিক্ষোভ তুলে নেওয়ার পরেই মেডিকেল কাউন্সিল আবার কি চিকিৎসার অধিকার ফিরিয়ে দিলেন ডাঃ সন্দীপ ঘোষকে? বাংলার হসপিটাল সাম্রাজ্যতে ডাঃ সন্দীপের প্রভাব যে কতটা প্রসারী তা সহজেই অনুমেয়।

 

গত ১৯ সেপ্টেম্বর রেজিস্ট্রেশন বাতিল হয়েছিল তিলোত্তমার ঘটনায় সিবিআইয়ের হাতে এই মুহূর্তে ধৃত আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। তাঁর ডাক্তারি রেজিস্ট্রেশন বাতিল করেছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। তবে মেডিক্যাল কাউন্সিলের স্ট্যাটাস রিপোর্ট বলছে অন্য কথা। এতদিন দেখা যাচ্ছিল সন্দীপের নামে পাশে রয়েছে সাসপেন্ডেড। ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের দাবি মঙ্গলবার সন্ধে থেকে সন্দীপের নামের পাশ থেকে উধাও সাসপেন্ডেড। লেখা হলো রেজিস্ট্রারড। স্বাভাবিক কারণেই এই নিয়ে উঠেছে বিতর্ক।

এবার তাঁর রেজিস্ট্রেশন বাতিল নিয়ে উঠছে প্রশ্ন। আদৌ কি বাতিল হয়েছে সন্দীপের রেজিস্ট্রেশন? সেই নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এই নিয়ে প্রশ্ন করা হলে মেডিক্যাল কাউন্সিলেন রেজিস্ট্রার মানস চক্রবর্তী বলেন, কোথাও একটা ভুল হয়েছে। এমনটা থাকার কথা নয়। স্ট্যাটাস রিমুভড থাকা উচিত ছিল। অপরদিকে, চিকিৎসক নেতা কৌশিক লাহিড়ি বলেন, “সন্দীপের রেজিস্ট্রেশন বাতিল হয়েছে। সমস্ত সংবাদ মাধ্যমে তা জানানো হয়। তবে সাত দিন পর আমরা কাউন্সিলের ওয়েবসাইটে গিয়ে দেখি ক্যান্সেল্ড।” এই নিয়ে তীব্র ক্ষোভ শুরু হয়েছে জুনিয়র চিকিৎসকদের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *