বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ইজরায়েল এবং হেজবোল্লার মধ্যে আক্রমণ-পাল্টা আক্রমণের জন্য শিশু মহিলা সহ বিপুলসংখ্যক সাধারণ মানুষের মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ইজরায়েলি হামলায় এখনও পর্যন্ত ৫০টি শিশু সহ ৫৫৮ জনের মৃত্যু হয়েছে। আহত ১ হাজার আটশোরও বেশি। বেইরুটে বিমান হানায় হেজবুল্লা কম্যান্ডার ইব্রাহিম মহম্মদ আল কুবাসি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইজরায়েলি সেনা । ১৯৯০ সালে গৃহযুদ্ধ শেষ হওয়ার পর লেবাননে এটিই সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা। হাজার হাজার মানুষ দক্ষিণ লেবানন ছেড়ে পালাচ্ছেন। ইজরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, দেড় হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে তারা আঘাত হেনেছে। এগুলি সবই হেজবোল্লাহ-র অস্ত্রঘাঁটি বলে তাদের দাবি।
পাল্টা হামলা চালাচ্ছে লেবাননের হেজবুল্লা গোষ্ঠীও। তাদের দাবি, ইজ়রায়েলের সেনাঘাঁটি লক্ষ্য করে ২০০টি রকেট হামলা চালানো হয়েছে। যদিও তার বেশির ভাগই ‘আয়রন ডোম’-এর সাহায্যে আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইজরায়েল।