বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:: বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)সীমান্তে দুষ্কৃতিদের অনুপ্রবেশ এবং বি এস এফ জওয়ানের অপহরণের প্রতিবাদে বর্ডার গার্ড বাংলাদেশ (BGB)র কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে।
খবরে প্রকাশ ভারতের দিনাজপুরের বিরল সীমান্তে রুটিন মাফিক টহলদারির সময় ১৫ – ২০ জন দুষ্কৃতির একটি দল ভারতীয় সীমান্তে ঢুকে ওই জওয়ানকে জোর করে বাংলাদেশে নিয়ে গিয়ে বিজিবি-র হাতে তুলে দেয়। পরে দুই বাহিনীর সেক্টার কমান্ডারদের মধ্যে বৈঠকের পর বিজিবি ওই ভারতীয় জওয়ানকে ফেরত দেয়। বি এস এফ এক বিবৃতিতে জানিয়েছে, ওই জওয়ানের নিরাপদে ভারতে ফিরে আসার বিষয়ে দ্রুত ব্যবস্হা নেওয়া হয়।