বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আসন্ন পুজো মরশুমে অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দিতে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন শিয়ালদা ও কলকাতা স্টেশন মিলিয়ে মোট ৯ টি পুজো স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
আগামী অক্টোবর ও নভেম্বর মাসে এই স্পেশাল ট্রেন চালানো হবে বলে শিয়ালদা ডিভিশন সূত্রের খবর। এর মধ্যে শিয়ালদা – এনজেপি, কলকাতা – দীঘা সপ্তাহে ১ দিন, শিয়ালদা – নিউ আলিপুরদুয়ার সপ্তাহে দুদিন, শিয়ালদা – পাটনা, কলকাতা – কাটিহার, কলকাতা – জামালপুর, কলকাতা – গয়া, শিয়ালদা – Saharsa, শিয়ালদা – Gorakhpur সপ্তাহে তিনদিন চলবে বলে রেল সূত্রের খবর।