বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:চরমপন্থী গোষ্ঠী – ন্যাশনাললিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা-এনএলএফটি ও অল ত্রিপুরা টাইগার ফোর্স-এটিটিএফ-এর পাঁচশতাধিক সদস্য আজ আত্মসমর্পন করেছেন। ত্রিপুরার সিপাহীজলা জেলার জাম্পুইজালায় আজ এক অনুষ্ঠানে অস্ত্রত্যাগ করে জীবনের মূল স্রোতে ফিরে আসার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হন তারা।
উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, মুখ্যসচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের ডিজি অমিতাভ রঞ্জন এবং অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিক। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, চরমপন্থী গোষ্ঠীর সদস্যরা অস্ত্র ত্যাগ করলে উন্নয়ন ত্বরান্বিত হবে এবং রাষ্ট্র আরও শক্তিশালী হবে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির বেশ কিছু সংগঠনের ১২টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে বিশেষ সহায়ক হয়েছে এই চুক্তি।