বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আসন্ন ঝাড়খন্ড বিধানসভা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ন করার লক্ষ্যে সব ধরণের পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার, দুই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিং সান্ধু রাঁচিতে ভোটের প্রস্তুতি পর্যালোচনা করেছেন।
বিভিন্ন রাজনৈতিক দল, সুরক্ষা বাহিনী এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে বৈঠক করেন তাঁরা। বৈঠকের পর সাংবাদিকদের মুখ্য নির্বাচন কমিশনার বলেন, ভোটপর্ব নির্বিঘ্ন ও স্বচ্ছ রাখতে কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। বেআইনি মদ, নগদ অর্থ উদ্ধারে অভিযান চালাতে বলেছে কমিশন। তবে নির্বাচনের সময় তল্লাশির নামে সাধারণ মানুষ যাতে হয়রান না হন সেব্যাপারেও কমিশন সতর্ক করে দিয়েছে। প্রতিবেশী পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বিহার সীমান্তের দিকে বিশেষ নজর রাখতে আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।