বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সদ্য একটা বড়ো যুদ্ধে জয়ী হয়ে বিজয় মালা পরেছিলেন তৃণমূল নেতা নুরুল ইসলাম।সন্দেশখালির ঝড় সামলে কয়েক মাস আগেই বসিরহাটে তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতেছিলেন।

 

বুধবার দুপুরে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সেই সাংসদ হাজি নুরুল ইসলাম। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে যকৃতের ক্যানসারে ভুগছিলেন তৃণমূল সাংসদ। আজ দুপুরে প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ৬১। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ”আমার শ্রদ্ধেয় সহকর্মী তথা আমাদের বসিরহাটের সাংসদ হাজি শেখ নুরুল ইসলামের প্রয়াণের খবর আমি গভীরভাবে শোকাহত। সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় একজন সমাজসেবক ছিলেন।” তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সকলের মধ্যে শোকের ছায়া নেমে আসে। ধীরে ধীরে ভিড় বাড়তে থাকে প্রয়াত সাংসদের বাড়িতে।

শোক বার্তায় মুখ্যমন্ত্রী আরও বলেন, “পিছিয়ে পড়া এলাকার গরিব মানুষের জন্য কঠোর পরিশ্রম করতেন। তাঁর মতো নেতার অভাব অনুভূত করবেন বসিরহাট মানুষ। তাঁর পরিবার, বন্ধু-বান্ধব এবং সহকর্মীদের সমবেদনা জানাচ্ছি।” ২০০৯ সালে বসিরহাট থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে ভোটে দাঁড়িয়ে প্রথমবার সাংসদ হয়েছিলেন নুরুল। ২০১৪ সালে জঙ্গিপুর থেকে প্রার্থী দাঁড়িয়ে হেরে যান। সেই শেষবার। তার পর ২০১৬ সালে বসিরহাট লোকসভার অধীন হাড়োয়া বিধানসভায় জয়। ২০২১ সালে আবারও হাড়োয়ার বিধায়ক। সাম্প্রতিক ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে বিপুল ব্যবধানে জয়লাভ— নুরুলের মুকুটে ছিল এমনই নানা পালক। নুরুল ইসলামেই প্রয়ানে দলের অপরিসীম ক্ষতি হলো বলেই মনে করেন নাগরিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *