বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:একেই বিজেপি বলছে ‘মোদী ম্যাজিক।’ এই মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী আমেরিকায়। মোদীর আমেরিকায় পদার্পনের পরেই আমেরিকা ভারতে ফেরাতে চলেছে ২৯৭টি প্রত্নসামগ্রী।
এই নিয়ে ২০১৪ সাল থেকে মোট ৬৪০টি প্রত্নসামগ্রী বিভিন্ন দেশ থেকে ভারতে ফেরত এল। এর মধ্যে শুধু আমেরিকা থেকেই ৫৭৮টি প্রত্নসামগ্রী ফেরত এসেছে। ঔপনিবেশিক ভারতকে লুন্ঠন করেছে আমেরিকা ও ইউরোপের বহু দেশ। ‘সংস্কৃতি সম্পত্তি চুক্তি’র হাত ধরে মোদী ভারতে ফিরিয়ে আনছে অনেক প্রাচীন ভারতীয় সম্পদ।
প্রত্নসামগ্রী ফিরিয়ে দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও আমেরিকা সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ইস্যু দীর্ঘ সময়ের। তবে বিগত কয়েক বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বহু প্রত্নসামগ্রীই ভারতে ফিরে এসেছে। এবারও প্রধানমন্ত্রী মোদী মার্কিন সফরে যেতেই, ভারতে ফেরত আসতে চলেছে ২৯৭টি প্রত্নসামগ্রী। এই নিয়ে ২০১৪ সাল থেকে মোট ৬৪০টি প্রত্নসামগ্রী বিভিন্ন দেশ থেকে ভারতে ফেরত এল। এর আগে ২০২১ সালে আমেরিকা থেকে ১৫৭টি প্রত্নসামগ্রী ফেরত দেওয়া হয়েছিল ভারতে। এর মধ্যে ছিল তামার একটি নটরাজ মূর্তিও, যা দ্বাদশ শতাব্দীর। শুধু আমেরিকাই নয়, ব্রিটেন থেকেও ১৬টি প্রত্নসামগ্রী ও অস্ট্রেলিয়া থেকে ৪০টি প্রত্নসামগ্রী ফেরত দেওয়া হয়েছে ভারতে। এই সবটাই সম্ভব হয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির নির্দেশে ‘সংস্কৃতি সম্পত্তি চুক্তি’ স্বাক্ষর হওয়ার ফলে।