বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:এই মুহূর্তে মোদী ও বাইডেন দুজনেই আমেরিকায় কোয়াড সম্মেলনে উপস্থিত। ওখানে এই দুই দেশ ছাড়া আছে জাপান ও অস্ট্রিলিয়ার প্রধানমন্ত্রী।

 

‘কোয়াড’ এর ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠছে তখন মোদী খুবই আশাবাদী। সেই সম্মেলনেই বক্তব্য রাখতে উঠে বাইডের বলেন, ভারতের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়া উচিত। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পাঁচ দেশ—আমেরিকা, চিন, ফ্রান্স, রাশিয়া ও ব্রিটেন। গত কয়েক বছর ধরেই এর অংশ হওয়ার দাবি জানাচ্ছে ভারত। বিভিন্ন সময় রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলির সমর্থনও পেয়েছে ভারত। ফের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার বিষয়ে ভারতকে সমর্থন জানাল আমেরিকা।

প্রশ্ন উঠেছে, ভারতের হাতে ‘ভেটো’ দেওয়ার ক্ষমতা চলে আসলে বিশ্বের দুই শিবিরের কিছু অসুবিধা হতে পারে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংশোধন জরুরি। ভারতের স্থায়ী সদস্যপদ, দেশটির গুরুত্বপূর্ণ কণ্ঠস্বরকে সমর্থন করে আমেরিকা। পাশাপাশি জি-২০ এবং গ্লোবাল সাউথে প্রধানমন্ত্রী মোদির ভূমিকার প্রশংসা করেন এবং সাম্প্রতিক সময়ে মোদির পোল্যান্ড ও ইউক্রেন সফরের কথাও তুলে ধরেন বাইডেন। এর পরেই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারের বিষয়ে কথা বলেন তিনি। ভারতের বিরাট জনসংখ্যা, অর্থনীতি এবং আন্তর্জাতিক শান্তিরক্ষা ও কূটনীতিতে সক্রিয় ভূমিকার কথা তুলে ধরেন বাইডেন। এর পরেও আমেরিকার সমর্থন নিয়ে প্রশ্ন উঠছে। কারণ বিশ্লেষকদের মতে, ওয়াশিংটন ভালোই জানে, যে ভারতের উপর কোনও নীতি চাপিয়ে দেওয়া যাবে না। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পাশে দাঁড়িয়ে সেই আশঙ্কাই আরও মজবুত করেছে নয়াদিল্লি। এখন দেখার শেষ পর্যন্ত কি দাঁড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *