বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ি ব্লকের বাগডোগরা পানিঘাটা রোড এলাকায় অভিযান চালায় এসএসবি ৮ নম্বর ব্যাটেলিয়ানের বড়মনিরাম জোত কোম্পানির জওয়ানরা। এরপর সেখানে এক ব্যক্তিকে আটক করে এবং তল্লাশি চালাতেই উদ্ধার হয় হরিণের শিং।
এই ঘটনায় ওই ব্যক্তিকে আটক করে বাগডোগরা বনবিভাগের হাতে তুলে দেয় এসএসবি জওয়ানরা। এরপর বন কর্মীরা ওই ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতের নাম সুব্রণ বরাইক। হে ওদলাবাড়ির বাসিন্দা। বাগডোগরা বন বিভাগ সূত্রে জানা গিয়েছে ধৃত ব্যক্তির কাছ থেকে দুটি হরিণের শিং উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া হরিণের সিং ওই ব্যক্তি বাগডোগরা নিয়ে এসেছিল হাত বদলের কথা ছিল। তবে হরিণের সিংটি কোথা থেকে নিয়ে এসেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এদিন ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে। তদন্তের স্বার্থে এদিন ধৃতকে আদালতে তুলে নিজেদের হেফাজত নিয়ে তদন্ত করবে বনদপ্তর। এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে বনদপ্তর।