বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ও বাধিয়ায় বন্যা পরিস্থিতি নিয়ে সতর্ক জেলা প্রশাসন। সভাধিপতি উত্তম বারিকের বিশেষ বার্তা।

 

পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কিছুদিন হলো পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও এখনো এক মুঠো খাবার ও জলের জন্য হাহাকার করছেন মানুষজন। বিভিন্ন এলাকায় ত্রাণ পৌঁছে গেলেও কিছু কিছু এলাকায় পৌঁছানো সম্ভব হয়নি। কয়েকদিন ধরে বিক্ষুব্ধ মানুষজন রাস্তায় দাঁড়িয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশমতো জেলা প্রশাসন তৎপর রয়েছে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বন্যা কে ম্যান মেড বলে আখ্যা দিয়েছেন। জেলা পরিষদের তরফ থেকে দফায় দফায় ত্রিপল ও শুকনো খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা যেমন করা হচ্ছে অন্যদিকে পানীয় জলেরও ব্যবস্থা করা হচ্ছে। এমনটাই বার্তা দেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। পূর্ব মেদিনীপুর জেলায় শুধু পাস পোড়া নয় রামনগর 1 নম্বর ব্লকের উপকূলবর্তী বাঁধিয়া অঞ্চলেও সুবর্ণরেখার জলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সেইসব অঞ্চলে মানুষের কাছে পর্যাপ্ত খাবার ও পানীয় জল পৌঁছানোর জন্য উদ্যোগ গ্রহণ করলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *