বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়ের বাড়ির সামনে বিজেপি কর্মীদের বিক্ষোভ, ভাঙা হলো বিধায়কের গাড়ি।ঘটনাস্থলে পুলিশ।
নদীয়ার কল্যাণী বিধানসভার বিধায়ক অম্বিকা রায়ের বাড়িতে বুঝর্পি কর্মীদের বিক্ষোভ। অভিযোগ গতকাল রাতে কল্যাণী সেন্ট্রাল পার্কে বিজেপির পার্টি অফিসে (শ্যামাপ্রসাদ ভবনে) বিজেপি যুব মোর্চার নেতা সুকদেব মাইতি কে বেধড়ক মারধর করে বিধায়ক অম্বিকা রায়ের আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনায় পার্টি অফিসে থাকা মহিলাদেরও অত্যাচার করার অভিযোগ বিধায়ক আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও এর পর বিজেপির পক্ষ থেকে প্রাণ সংশয়ের আশা নিয়ে কল্যাণী থানায় লিখিত অভিযোগ করা হয়। এরপর আজ বিধায়কের বাড়ির সামনে বিজেপি কর্মীরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ দেখান। ভাঙা হয় বিধায়কের গাড়ির কাঁচ। আন্দোলন কারী দের দাবি বিধায়কের পদত্যাগ। যদিও এই বিষয়ে বিধায়কের এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যাইনি। ঘটনাস্থলে রয়েছে পুলিশ। এলাকায় চরম উত্তেজনা।