বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আবারো বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ২ ঘণ্টা তল্লাশি অভিযান চালিয়ে জয়নগরের বহরু বাজারের এম আর ডিস্ট্রিবিউটর সুস্মিতা ঘোষ সেনের রেশন গোডাউন থেকে বেরিয়ে গেল ইডি র চার সদস্যের দল।
কিছুদিন আগে 6 সদস্যর ইডি আধিকারিকরা রেশন গো ডাউন থেকে কিছু নথি সংগ্রহ করে নিয়ে যায়। প্রায় ১৪ ঘণ্টার উপর রেশন গোডাউনে থেকে নথি সংগ্রহ করে। আবারো বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ চার ইডি সদস্য আধিকারিক রেশন গোডাউনে প্রায় দু ঘন্টা ধরে তল্লাশি অভিযান চালিয়ে আবার ফিরে যান।