বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: দীর্ঘদিন ধরে গলা খুশখুশ করছে? গলার এ ধরনের সমস্যা থাকলে হার্ট অ্যাটাক, স্ট্রোক হওয়ার আশঙ্কা বাড়ে।
বিশেষ করে যাঁরা করোনায় আক্রান্ত হয়েছিলেন, তাঁদের ক্ষেত্রে এই ঝুঁকি বেশি। সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের গবেষণায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। রক্তচাপের হেরফেরের সঙ্গে হার্টের গতিতে যে অদলবদল হয় তা মাপা হয় ব্যারোরেফ্লেক্স সেনসিটিভিটির মাধ্যমে।
সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের গবেষণায় দেখা গেছে অনেকের ক্ষেত্রেই ব্যারোরেফ্লেক্স সেনসিটিভিটি কমে গেছে। গবেষকরা দেখেছেন, করোনার মতো ভাইরাসঘটিত সংক্রমণের সময় গলায় থাকা ভাগাস নার্ভ-এর মতো স্নায়ুর রিফ্লেক্স নষ্ট হয়ে যায়। এর ফলে গলা খুশখুশ, গলায় কিছু আটকে রয়েছে এমন মনে হওয়া বা কাশির সমস্যা দেখা যায়।
গলা, নাক ও কানের অস্ত্রোপচার হয়েছে এমন ২৩ জন রোগীর ওপর গবেষণা চালানো হয়। প্রত্যেকেরই গলায় কিছু আটকে রয়েছে এমন মনে হওয়া, ক্রনিক কাশি, গিলতে কষ্ট হওয়ার সমস্যা ছিল। ‘জামা অটোল্যারিঙ্গোলজি’ নামক জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণাপত্র।
করোনা প্রতিরোধকারী অ্যান্টিবডির সন্ধান
এদিকে টেক্সাস বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক করোনা প্রতিরোধকারী ‘এসসি২৭’ নামক প্লাজমা অ্যান্টিবডির সন্ধান পেয়েছেন। ‘সেল রিপোর্টস মেডিসিন’ নামক জার্নালে প্রকাশিত হয়েছে এঁদের গবেষণাপত্র।
২০১৯ সালের ডিসেম্বরে চিনের উহানের ল্যাবরেটরি থেকে ছড়ায় করোনা ভাইরাসের সংক্রমণ। তারপর এই ভাইরাসের আরও অনেক বিবর্তন হয়েছে। টিকার প্রতি রেজিজট্যান্ট বেড়েছে ভাইরাসের। টেক্সাস বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী রিসার্চ অ্যাসিসট্যান্ট অধ্যাপক জেসন ল্যাভিন্ডর জানান, এসসি২৭-এর মতো অ্যান্টিবডির আবিষ্কার ভবিষ্যতে করোনার নানান রকম ভ্যারিয়ান্টের সংক্রমণ প্রতিহত করতে সাহায্য করবে।
গবেষকরা ল্যাবরেটরিতে পরীক্ষা করতে গিয়ে দেখেছেন যে এসসি২৭ অ্যান্টিবডি করোনার ওমিক্রন সহ নানান ভ্যারিয়ান্টকে প্রতিহত করতে সক্ষম। ইঁদুরের শরীরে গবেষণা চালানো হয়। করোনার পাশাপাশি সার্স ভাইরাসকেও এসসি২৭ অ্যান্টিবডি প্রতিহত করতে সক্ষম বলে দাবি করেন বিজ্ঞানীরা।