বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শুক্রবার অর্থাৎ ১লা মার্চ বাংলায় চলে আসছে কেন্দ্রীয় বাহিনী! প্রথম ধাপে ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা রয়েছে। এরপর ৭ মার্চ আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাংলায় চলে আসবে। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগে কার্যত নজিরবিহীন ভাবে বাংলায় পৌঁছে যাচ্ছে বিপুল পরিমাণ এই বাহিনী।
কিন্তু বিশাল এই বাহিনীকে ভোতের আগে (Lok Sabha Election 2024) কীভাবে কাজে লাগানো হবে তা নিয়ে শুরু হয়েছে একাধিক জল্পনা। এমনকি বিশেষ কোনও জেলাতে বাহিনীকে মোতায়েন করা হবে কিনা তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। তবে নির্বাচন কমিশন (Election Commission of India) সূত্রে জানা গিয়েছে, রাজ্যের ৩৫ টি পুলিশ জেলাতেই কেন্দ্রীয় বাহিনীকে সমানভাবে ভাগ করে দেওয়া হবে।
তবে জেলার গুরুত্ব এবং সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখেই সেই অনুপাতেই প্রথম থেকেই কেন্দ্রীয় বাহিনীকে পাঠানো হবে বলেও জানা গিয়েছে। আজ বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে জরুরি একটি বৈঠক হয়। আর সেই বৈঠকে জেলার আইনশৃঙ্খলা ইস্যুতে দীর্ঘ বৈঠক চলে।
আর সেখানেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।অন্যদিকে, ভুয়ো ভোটার নিয়ে এদিন ফের একবার সরব হলেন শুভেন্দু অধিকারী। এই ইস্যুতে এদিন কলকাতায় মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, আমরা গতবার ডায়মন্ডহারবার ভোটেরদের নিয়ে এসেছিলাম।
বাংলার ভোটের তালিকা বিডিও এবং প্রশাসনিক আধিকারিকদের নিয়ে ব্যাপক গন্ডগোল করা হয়েছে বলে অভিযোগ ।শুধু তাই নয়, ৪২ লোকসভা কেন্দ্রে ১৬ লক্ষ ৫১ হাজার বেশি ভুয়ো ভোটার রয়েছে বলেও এদিন অভিযোগ করেন বিরোধী দলনেতা। আর সেই সংক্রান্ত তালিকা এদিন কমিশনে জমা দিয়েছেন বলেও জানান। বলেন, দুটি করে ভোটের তালিকায় নাম রয়েছে। শাহজাহানরা সব জায়গায় বিরাজমান বলে মন্তব্য নন্দীগ্রামের বিধায়কের।
অন্যদিকে বাংলায় কত দফায় ভোট হবে তা নিয়ে এখন থেকে জল্পনা শুরু হয়েছে। এই প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, কত দফায় ভোট হবে আমরা জানি না। আমরা চাই ৪২ দফায় হোক নির্বাচন। আমরা চাই শান্তি পূর্ন এবং আবাদ নির্বাচন হোক। এই ডকুমেন্ট আমরা সব দিয়ে গেলেন। সবার নম্বর একই রয়েছে।
তার মধ্যে বিজেপির দুটি লোক সভা কেন্দ্র হিন্দু এবং দলিত সম্প্রদায় এবং মতুয়া সম্প্রদায় বনগাঁও এবং রানাঘাটে ভোটের তালিকায় ভুয়ো ভোটার সংখ্যা বাড়ছে বলে অভিযোগ জানালেন শুভেন্দু অধিকারী। এই বিষয়ে কমিশন যাতে দ্রুত ব্যবস্থা নেয় সেই আবেদনও জানানো হয়েছে।