বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: গোয়ালপাড়ার মাটিয়ায় ডিটেনশন ক্যাম্পে বন্দি ১০৩ জন রোহিঙ্গা আমরণ অনশন শুরু করেছেন। এদের অনশনকে সামনে রেখে রাজ্য সরকার সাড়া দিয়ে আইজিপি (কারা) এবং গৃহ সচিবকে আলোচনার জন্য পাঠিয়েছে। রোহিঙ্গাদের সঙ্গে আলোচনা চলছে তবে অনশন প্রত্যাহারের খবর নেই। উল্লেখ্য, ১০৩ জন রোহিঙ্গা অনশনে রয়েছেন এদের মধ্যে ১১ জনকে করিমগঞ্জ
জেলা এবং ৪ জনকে বদরপুর রেলস্টেশন থেকে আটক করা হয়েছিল। এদের দাবি হচ্ছে যে তাদের দিল্লিতে ইউএনএইচসিআর সুবিধায় স্থানান্তর করতে হবে যাতে তারা তৃতীয় কোনো দেশে আশ্রয় পান। ১০৩ জন রোহিঙ্গার মধ্যে শিশু ও মহিলারাও রয়েছেন। আবার ৪০ জনের কাছে ইউনাইটেড ন্যাশন হাইকমিশনার ফর রিফিউজিস প্রদত্ত রিফিউজি কার্ড রয়েছে।