বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:!ফের দুঃসংবাদ৷ প্রয়াত হলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী৷ আমরাস রেকর্ড ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী, বারমের বয়েজ, বিখ্যাত রাজস্থানী লোকশিল্পী মাঙ্গে খান প্রয়াত হলেন।
মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৪৯ বছর।মাঙ্গে খান তার রাজস্থানী লোকগানের জন্য শুধু দেশেই নয়, বিদেশেও বিখ্যাত ছিলেন। তিনি ২০ টি দেশে ২০০ টিরও বেশি কনসার্ট করেছেন। আচমকা তাঁর চলে যাওয়ায় হতাশ হয়ে পড়েছেন ভক্তরা। মাঙ্গে খান মাঙ্গানিয়ার সম্প্রদায়ের সবচেয়ে বিখ্যাত এবং প্রতিভাবান কণ্ঠশিল্পী ছিলেন। লোকে তাকে আদর করে মঙ্গা বলে ডাকত। সম্প্রতি তাঁর বাইপাস সার্জারি হয়েছিল। বহু প্রবীণ ব্যক্তি তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।আমরাস রেকর্ডসের প্রতিষ্ঠাতা আশুতোষ শর্মা গায়কের মৃত্যুতে শোকপ্রকাশ করে বলেছেন, মাঙ্গের চলে যাওয়ায় একটা শূন্যতা তৈরি হয়েছে যা কোনওদিনই পূরণ হওয়ার নয়। তিনি ছিলেন একজন প্রিয় বন্ধু এবং অসাধারণ কন্ঠের সঙ্গে খুব ভাল মনের মানুষ। এত অল্প বয়সে তাঁর মর্মান্তিক মৃত্যু শুধু তাঁর পরিবার এবং আমাদের জন্য নয়, সঙ্গীত জগতের জন্যও একটি বিশাল ক্ষতি। ভক্তরা সোশ্যাল মিডিয়ায় চোখের জলে গায়ককে শ্রদ্ধা জানাচ্ছেন।