বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: মানিক ভট্টাচার্য’ নামটা এখন বাংলার শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় ২০২২ সালে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন প্রাথমিক শিক্ষা পরিষদের প্রাক্তন সভাপতি তথা পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য।

 

প্রায় দু’বছর পর অবশেষে জামিন পেলেন পর্ষদের প্রাক্তন সভাপতি। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন। খুশির উৎসব তৃণমূল বিধায়কের, খুশি তৃণমূল কংগ্রেস। তবে এই খুশি বাংলার নাগরিক মহলকে যে মোটেই স্পর্শ মরে নি তা স্পষ্ট বোঝা যায়।

আদালত সূত্রে জানা যাচ্ছে, মানিককে জামিন দিলেও বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। শর্ত হিসেবে হাইকোর্ট নির্দেশ দিয়েছে, তদন্তকারী অফিসারকে মানিকের মোবাইল নম্বর দিতে হবে। তিনি যাতে কোনভাবেই পালিয়ে যেতে না পারেন, তার জন্য নিম্ন আদালতে পাসপোর্ট জমা রাখতে হবে। এমনকী কোনও সাক্ষীর সঙ্গে তিনি যোগাযোগ করবেন না বা যোগাযোগ করার চেষ্টা করবেন না।পাশাপাশি মানিকের বিরুদ্ধে প্রভাব খাটানো বা হুমকি দেওয়ার আশঙ্কা করেছিল ইডি। এ বিষয়ে হাইকোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে কোনও সাক্ষীর উপরে খাটানো যাবে না প্রভাব বা হুমকি দেওয়া যাবে না। পাশাপাশি তদন্তকারী অফিসারদের অনুমতি ছাড়া তিনি কোথাও বাইরে যেতে পারবেন না। বাংলার নাগরিক মহল এই নিয়োগ দুর্নীতিতে স্তব্ধ হয়ে গিয়েছিলেন। তৎকালীন শিক্ষামন্ত্রী এখনও জেলবন্দি। তবু প্রায় ২ বছর পরে মুক্ত আকাশের কোলে আসছেন মানিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *