বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:শনিবার টলি পাড়ার তৃণমূল শিল্পীদের তীব্র আক্রমন করেছিলেন কুনাল ঘোষ। সেই নিয়ে বিতর্ক সমানে চলেছে। কিন্তু টলি পাড়ার অধিকাংশ এখন তৃণমূলের ছত্রছায়াতে লালিত।

ফলে তাঁরা নীরবতা পালন করে চলেছেন । কিন্তু সকলেই তো আর সুর সুর করে তৃণমূলে ঢোকে নি। কেউ কেউ স্রোতের বিপরীতে আছেন। তাদের মধ্যে অন্যতম এই দুই অভিনেতা। পরমব্রত সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে কুণাল ঘোষের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তবে সেটা শুধু টলিউড প্রসঙ্গেই নয়, পরিচালক সনোজ মিশ্রের ‘দ্য ডায়েরি অফ বেঙ্গল’ নিয়ে মন্তব্য করেছিলেন কুণাল। তৃণমূলের মুখপাত্রকে সপাটে জবাব দেন পরমব্রত। অভিনেতা তাঁর পোস্টে স্পষ্ট জানান যে সিনেমার জগতের লোকেরা এমনিতেই দলীয়। এবার এটাও করতে হবে? ঠিক কথা, রাজনৈতিক উদ্দেশ্যে, বেশ কিছু ভ্রান্ত ধারণা পশ্চিম বাংলা নিয়ে ছড়ানো হয়, বিশেষত উত্তর ভারতে, আমি নিজে তা চাক্ষুষ করেছি! পরমব্রত আরও বলেন, ‘তদন্ত, বিচার এসব তো এখন কেন্দ্রীয় সংস্থার হাতে। কিন্তু যে গলদ গাফিলতির জন্যে ৯ই অগাস্টের ঘটনা ঘটতে পেরেছে, মানুষ তার জবাবদিহি চাইছে। দায় স্বীকার এবং যদি ঘুণ ধরে থাকে পরিকাঠামোয় তাহলে তা চিহ্নিত করে সাফ করা হোক, অধিকাংশ লোকের দাবি এটাই! সময়টা স্পর্শকাতর, মুখপাত্র হিসেবে কি বলছেন কি লিখছেন, একটু ভেবে চিনতে করলে হয় না।’

অন্য দিকে বসে নেই ঋত্বিক। ঋত্বিককে লিখতে দেখা যায়, “শুনেছো তো বাবু বলে দিয়েছে। শুধু পাশে দাঁড়িয়ে ছবি তুলে গুরুত্ব বাড়িও না দরকারে চটিজুতা মাথায় তুলে পাহারা দাও বন্ধু। ছোট করে বললে- শুনেছো কি বলে গেল বোধহীন স্কন্ধ/তোমাদের গায়ে শুধু ধান্দার গন্ধ”। যদিও ঋত্বিকের এই পোস্টের পাল্টা প্রতিক্রিয়া দিতে এখনও পর্যন্ত দেখা যায়নি কুনালকে। তবে আশা করা যায় অচিরেই আবার মাঠে নামবেন কুনাল ঘোষ। কারণ রাজনৈতিক মহলে একটা রসিকতা প্রচলিত – কুনাল ঘোষের প্রতিক্রয়া বাতাসের চেয়েও দ্রুত চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *