বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আর জি কর কাণ্ডে যখন উত্তাল বাংলা, তখন একটা দুসংবাদ সামনে আসলো শনিবার রাতে। ডাঃ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ চিকিৎসক দেবাশিস সোম হঠাৎ অসুস্থ হয়ে শনিবার রাতে একটি বেসরকারি নার্সিংহোম ভর্তি হয়েছেন। বর্তমানে আইসিইউয়ে সঙ্কটজনক অবস্থায় চিকিৎসাধীন।
কয়েকদিন আগেই সিবিআই জেরার মুখোমুখি হয়েছিলেন তিনি। কেষ্টপুরে তার বাড়িতে চলেছিল তল্লাশি। কিন্তু, এখন আচমকা তিনি অসুস্থ হয়ে পড়ায় তা নিয়ে শুরু হয়েছে নতুন চর্চা। চিন্তিত নাগরিক মহল। কারণ এই মুহূর্তে তিলোত্তমা কাণ্ডে তদন্তের জন্য ওই চিকিৎসককে খুবই প্রয়োজন।
জানা যাচ্ছে, শনিবার রাতে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার কারণেই ভর্তি করা হয় বাইপাসের কাছে একটি বেসরকারি হাসপাতালে। হাসপাতাল সূত্রের খবর, শারীরিক অবনতির কারণে কিডনিতে প্রভাব পড়েছে। ক্রিয়েটিনিনের মাত্রা অনেকটাই বেশি রয়েছে। শেষ পাওয়া আপডেটে জানা যাচ্ছে তাঁর অবস্থা যথেষ্ট সংকটজনক। প্রসঙ্গত, তিলোত্তমা কাণ্ডে ঘটনার দিন সেমিনার রুমে তাঁর উপস্থিতি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সূত্রের খবর, ৯ অগস্ট ঘটনার দিন আরজি করে উপস্থিত ছিলেন সকাল থেকেই। তিলোত্তমার ময়নাতদন্তের সময়েও তার উপস্থিতি ছিল বলে জানা যাচ্ছে। কয়েকদিন আগেই তাঁর বাড়িতে হানা দিয়েছিল সিবিআইয়ের পাঁচ সদস্যের দল। স্বাভাবিক কারণেই তাঁর উপর দিয়ে চলেছে খুবই মানসিক ট্রেস। সকলেই তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।