বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ২০২০ সাল থেকে পশ্চিমবঙ্গে ১ সেপ্টেম্বর পুলিশ দিবস পালিত হয়। সেই থেকেই এ বছর পঞ্চম বারের মতো খুবই আড়ম্ভরের সঙ্গে পালিত হচ্ছে পুলিশ দিবসের উৎসব। বহুকাল ধরেই ‘পুলিশ’ শব্দটি খুবই বিতর্কিত।
একথা অস্বীকার করার উপায় নেই যে মানুষের নাগরিক স্বাধীনতা বজায় রাখে পুলিশ। পুলিশ আছে বলেই সমাজে এখনো শিষ্ঠাচার, নিয়ম, ভদ্রতা । আবার উল্টোদিকে এই অভিযোগও আছে যে এই পুলিশ অনেক সময় হয়ে ওঠে সরকার স্বীকৃত মস্তান। এই বিষয়ে ২০২০ সালের আগস্ট মাসে পুলিশের এক অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন,
পুলিশের আত্মত্যাগ মনে রাখার মতো। আমরা ছোটখাটো ভুল হয়ে গেলে তাদের গালাগালি দিই। সারাক্ষণই যেন তারা গোলমাল করছে, আইনশৃঙ্খলা সামলাতে পারছে না। একটা দু’টো ঘটনা যদি ঘটেও যায়, সেটা নিয়ে যাঁরা শুধু নিন্দা বা মিথ্যাসুলভ আচরণ করেন, কথায় কথায় বাংলা পুলিশকে বদনাম করে বেড়ান, আমি তাঁদের বলি, নিজেদের রাজ্যের দিকে তাকিয়ে দেখুন। বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাত, দিল্লিতে কী হচ্ছে, তার সঙ্গে তুলনা করলে এ রাজ্যের পুলিশ সেরা। আর কলকাতা পুলিশ স্কটল্যান্ড ইয়ার্ডের থেকেও ভাল কাজ করছে।”
একথা অস্বীকার করার উপায় নেই যে করোনা কালে জীবনের ঝুঁকি নিয়ে বাংলার পুলিশ যেভাবে আইন শৃঙ্খলা রক্ষা করেছিলেন, তা অবশ্যই ধন্যবাদ যোগ্য। সমস্ত অফিস, আদালত, বাজার, হাট বন্ধ হয়ে গেলেও কিন্তু চিকিৎসক, স্বস্থ্যকর্মী ও পুলিশের ছিলে অতন্দ্র প্রহরির মতো। করোনা আক্রান্ত হয়ে বহু পুলিশ কর্মীর মৃত্যু হয়। ২০২০ সালের আগস্ট মাসে করোনায় প্রয়াত ১৮ জন পুলিশ কর্মীকে মুখ্যমন্ত্রী শ্রদ্ধা জ্ঞাপন এক অনুষ্ঠানে বলেন, “সবাই পুলিশকে যাতে সম্মান দেয় এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের মধ্যে সম্পর্কের সেতুবন্ধন করতে পুলিশ দিবস পালিত হবে।”
আজকের দিনে রাজ্যের সর্বত্র পুলিশ বাহিনীকে বিশেষভাবে সম্মান জানানো হচ্ছে। আমরা জানি বাংলার পুলিশকে এক সময় স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হত। তাদের মেধা,যোগ্যতা ও কর্ম ক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু সমস্যা হলো রাজনৈতিক বাধ্য বাধকতা। যখন যারা শাসক দলে থাকবে তারাই চেষ্টা করে পুলিশকে নিজেদের নিয়ন্ত্রনে রাখতে। কিন্তু এটাও ঠিক, সব পুলিশকে চিরকালের জন্য অধীনে রাখা যায় না। বহু পুলিশ কর্মী আছেন, যারা সৎ ও যাদের মেরুদন্ড আছে। তাদের হয়তো মাঝে মাঝেই ট্রান্সপার হতে হয় এক পুলিশ স্টেশন থেকে আরেক পুলিশ স্টেশনে। তবুও তাঁরা শিরদাঁনা সোজা করে কাজ করে যায়। তাঁদের মানুষ সেলুট জানায়। তাই গত ২০২০ সালের আগস্ট মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ‘আগামী ১ সেপ্টেম্বর গোটা রাজ্য পালন করবে পুলিশ দিবস। সেদিন পুলিশকর্মীদের ধন্যবাদ জানাবে সরকার।’