বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:বাংলা যে আন্দোলন বিমুখ হয়ে যায় নি, প্রতিবাদ জনাতে ভুলে গেছে – এমনটা হয় তো নয়। সাময়িক কয়েক বছর বাঙালি কিছুটা হয়তো আন্দোলন ভুলে গিয়েছিল। কিন্তু আর জি কর কান্ড মানুষকে এমনভাবে নাড়া দিয়েছে যে বাঙালি আবার পথে নেমেছে প্রতিবাদে।

সকলে হয়তো পথে নামতে পারে নি, কিন্তু প্রতিবাদে সোচ্চার হয়েছেন। এবার প্রতিবাদ জানালেন আবির চট্টোপাধ্যায়। তিনি তাঁর ইন্সটাতে লিখেছেন, ‘কোনও ধরনের সান্ত্বনাবাক্য যথেষ্ট হতে পারে না এই পরিবারের জন্য। যা হয়েছে, এবং এখন যা হচ্ছে তা ভয়ঙ্কর। অন্তত এইটুকু বলতে পারি মেনে নেওয়া যায় না। যেভাবে বিভিন্ন কোনা থেকে সাধারণ মানুষের প্রতিবাদের সুর উঠে আসছে, এখন এটাই দরকার।ন্যায়বিচার পাওয়াটা, এবং জলদি পাওয়াটা এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকারি। সঙ্গে এটাও মনে রাখতে হবে, যে প্রশ্নগুলো এই মুহূর্তে উঠছে, তা যেন সঠিক দিশা থেকে বেরিয়ে না যায়। ভিতরের রাগ, বিরক্তি যেন কোথাও গিয়ে হারিয়ে না যায়। সাধারণ মানুষকে টেকেন ফর গ্রান্টেড নেওয়া চলবে না। অনেক হয়েছে, এখন সবাইকে তা বুঝতে হবে।’ স্বাভাবিক কারণেই নড়ে বসেছে টলি পাড়া।

গতকাল তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তারপরে লিখলেন আবির। তবে কোনো আজ্ঞাত কারণে পোস্টের কমেন্ট সেকশন বন্ধ রেখেছেন আবির। তবে তাতে প্রতিক্রিয়া দিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়,পার্ণো মিত্র, স্বস্তিকা দত্ত, মিমি চক্রবর্তীরা। মুখেও প্রতিবাদ জানিয়েছে টলি পাড়ার অনেকেই। তারা অবশ্য সরকার বা শাসক দলের কোনো পোষ্ট এখন হোল্ড করেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *