বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আর জি কর কাণ্ডে যে সঞ্জয় রায়কেও পুলিশ গ্রেফতার করেছেন, সে একজন সিভিক ভলেন্টিয়ার। সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই মানুষের নানা অভিযোগ। এমন কি গতকাল অপর্ণা সেন বলেছেন, এই সিভিক ভলেন্টিয়াররাই যত নষ্টের গোড়া।

এই অবস্থাতে খুবই কঠোর সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। সিভিক ভলান্টিয়ারদের পুলিশের মতো কোনও ক্ষমতা নেই। এই সিভিকরা বকলমে পুলিশের সহযোগী, তবে তাঁরা কোনওরকম ঘটনার তদন্ত বা তল্লাশিতে যেতে পারেন না। শুধু তাই নয়, থানায় জিডি থেকে শুরু করে কোনও গুরুত্বপূর্ণ কেস ফাইলও দেখতে পারেন না তাঁরা। তবে বেশিরভাগ জায়গায় এই সিভিকদের ছাড়া থানাগুলি চোখে সর্ষেফুল দেখে। ট্রাফিক পুলিশের হয়ে ঘুষটা এখন সিভিকরাই হাত পেতে নেয়। তবে দীর্ঘদিন ধরে নাকি নবান্নের নজরে আসছে এই সিভিক ভলান্টিয়াররা নিয়মের বিরুদ্ধে হাঁটছেন। যেমন জেলায় জেলায় সিভিকদের দিয়ে আইন-শৃঙ্খলার ডিউটি করানো হচ্ছে। এমনকি যাতে ধরা না পড়েন তার জন্য তাঁদের পরানো হচ্ছে জলপাই রঙের পোশাকও। এমনকি সিভিকদের হাতে লাঠি, ওয়াকিটকিও ধরানো হচ্ছে। থানায় কর্মরত সিভিকদের নিয়ে তল্লাশিতেও পাঠানো হচ্ছে।

এবার বলা হচ্ছে – কোনো গুরুত্বপূর্ণ তদন্তে সিভিক ভলেন্টিয়ারদের যুক্ত করা যাবে না। এ ছাড়াও তাদের কাজের পরিধি খুবই স্পষ্ট করে দিয়েছে নবান্ন। তা যদি মানা না হয়, তাহলে কঠোর শাস্তির কথাও জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *