বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আর জি কর কাণ্ডে সবাই যখন প্রতিবাদে সোচ্চার তখন আশ্চর্য রকম নীরব সরকারপন্থী রাজনৈতিক নেতারা। সেই জায়গায় দাঁড়িয়ে অভিনেতা সাংসদ দীপক অধিকারী ক্ষোভ ও পরিবাদ জানিয়ে তাঁর বইয়ের টিজার শো পিছিয়ে দিলেন।

দু’দিন আগেই দেব জানিয়েছিলেন আগামীকাল অর্থাৎ ১৪ অগস্ট মুক্তি পাবে তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘খাদান’-এর টিজার। অর্থনৈতিক ক্ষতির হবে জেনেও প্রযোজক হিসেবে তাঁর এই সিদ্ধান্তকে কুর্নিশ জানাচ্ছেন সকলে। কী সিদ্ধান্ত দেবের?

দেব স্পট করে জানিয়েছেন, বাংলার এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে তিনি টিজার শো করতে চাইছেন না। এক বিবৃতিতে তিনি বলেন, “আরজি করে নৃশংসতায় আমরা গভীর ভাবে শোকাহত। একটি টিম হিসেবে এই কাজের বিরোধিতা করছি। একই সঙ্গে খাদানের টিজার মুক্তিও স্থগিত রাখছি। এই সময় আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিৎ নির্যাতিতার বিচার। আশা রাখছি তিনি দ্রুত বিচার পাবেন। অপরাধী শাস্তি পাবে। নির্যাতিতার পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল। সব আগে ঠিক হোক।”এই মুহূর্তে বিদেশে আছেন দেব। সঙ্গে রয়েছে প্রেমিকা রুক্মিণী। খাদান তাঁর হাইবাজেট ছবি। তা সত্ত্বেও সাম্প্রতিক অতীতে ঘটা ঘটনার জেরে সাংসদের এই সিদ্ধান্তে কুর্নিশ জানিয়েছেন সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *