বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আর জি কর কাণ্ডে বাংলার পুলিশ মাত্র একজনকেই গ্রেফতার করেছিল, তর নাম সঞ্জয় রায়। আদালতের চাপে পরে বুধবার সকালে বাধ্য হয়েই রাজ্য পুলিশ সেই সঞ্জয়কে তুলে দিলেন CBI এর হাতে।

কিছুক্ষণ আগেই সঞ্জয়কে নিয়ে সিজিও কমপ্লেক্সে পৌঁছয় পুলিশ৷ আজই সঞ্জয় রায়কে হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন করবে সিবিআই৷ একই সঙ্গে তদন্ত সংক্রান্ত বাকি তথ্যপ্রমাণ এবং নথিও সিবিআই-এর হাতে তুলে দিয়েছে কলকাতা পুলিশ৷ সিবিআই-এর হাতে তুলে দেওয়ার আগে এসএসকেএম হাসপাতালে নিয়ে গিয়ে সঞ্জয়ের মেডিক্যাল পরীক্ষা করায় পুলিশ৷ আর জি কর কাণ্ডের তদন্তে এ দিন সকালেই দিল্লি থেকে কলকাতায় আসে সিবিআই-এর তদন্তকারী দল৷ ওই দলেই সিবিআই-এর নিজস্ব মেডিক্যাল টিম এবং ফরেন্সিক বিশেষজ্ঞরাও রয়েছেন বলে খবর৷ ইতিমধ্যে আর জি কর কাণ্ড নিয়ে নাগরিক মহলে অনেক প্রশ্ন উঠেছে। যে প্রশ্নের কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। সেই কারণে ক্ষুব্ধ আদালত।

শুক্রবার আদালত স্পষ্ট নির্দেশ দেয় CBI তদন্তের। আর তার প্রেক্ষিতেই সঞ্জয় গেলো CBI এর হাতে। আদালতের নির্দেশে গতকালই মামলার কেস ডায়েরি সিবিআই-এর হাতে তুলে দিয়েছে কলকাতা পুলিশ৷ আদালত নির্দেশ ছিল, বুধবার সকাল দশটার মধ্যে সিবিআইকে মামলার তদন্ত সংক্রান্ত যাবতীয় নথি, তথ্যপ্রমাণ হস্তান্তর করতে হবে কলকাতা পুলিশকে৷ সেই মতো আজ সকালের মধ্যেই ধৃত সঞ্জয় সহ বাকি নথি এবং তথ্যপ্রমাণ সিবিআই-কে হস্তান্তর করল কলকাতা পুলিশ৷ এই কেস নিয়ে উঠেছে অনেক প্রশ্ন। এবার সেই সব প্রশ্নের উত্তর খুঁজবে CBI.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *