বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা আগামী মাসেই। ইন্ডিয়া জোটে থাকা সমাজবাদী পার্টি ও আম আদমি পার্টির সঙ্গে আসন রফা চূড়ান্ত করে ফেলেছে কংগ্রেস।
যদিও পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রে ইন্ডিয়া জোটের কী হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে তুমুল জল্পনা। এরই মধ্যে আজ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে মুখ খুলেছেন।
জানা যাচ্ছিল, তৃণমূল কংগ্রেস আসন্ন লোকসভা ভোটে কংগ্রেসকে দুটি আসন ছাড়তে চাইলেও কংগ্রেস চাইছিল ১০টি। এ নিয়ে আলোচনায় বিরক্ত টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, বাংলায় ৪২টি আসনেই লড়বে তৃণমূল কংগ্রেস। এরই মধ্যে কংগ্রেসের সমালোচনাও করেন মমতা।
ইন্ডিয়া জোটের বৈঠকে সিপিআইএমকে গুরুত্ব বেশি দেওয়া হচ্ছে বলে চটে যান মমতা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বিভিন্ন ইস্যুতে তৃণমূল, রাজ্য সরকারের সমালোচনা চালিয়ে যেতে থাকেন। বহরমপুরে মমতাকে তাঁর বিরুদ্ধে প্রার্থী হিসেবে দাঁড়ানোর চ্যালেঞ্জ ছুড়ে দেন।
যদিও কংগ্রেসের হাইকম্যান্ড বার্তা দিতে থাকে, অধীরের বক্তব্য জোটে প্রভাব ফেলবে না। এখনও আলোচনার পথ খোলাই রেখেছে কংগ্রেস। কিন্তু বাংলায় ইন্ডিয়া জোট বনাম বিজেপির ১:১ লড়াইয়ের সম্ভাবনা বিশ বাঁও জলে। আজ অভিষেকের কথাতেও তা স্পষ্ট হয়ে গিয়েছে।
১০ মার্চ ব্রিগেডে তৃণমূল যে সভার ডাক দিয়েছে তাতে আলাদা করে কোনও দলকে ডাকা হচ্ছে না বলে দাবি অভিষেকের। তাঁর কথায়, বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়ে তৃণমূল মানুষের জন্য লড়াই করছে। তাতে যারা সামিল হতে চাইবে তারা স্বাগত। এতেই স্পষ্ট, এবারের ব্রিগেডে ২০১৯-এ বিভিন্ন দলের ঐক্যের ছবি যে দেখা যাবে না।
অভিষেককে জোটের আসন রফা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কংগ্রেস একদিকে জোটের কথা বলছে। আবার তাদের প্রদেশ কংগ্রেস সভাপতি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে তাঁর বিরুদ্ধে বহরমপুরে লড়ার চ্যালেঞ্জ দিচ্ছেন। অর্থাৎ কংগ্রেসের কথা তাদের সভাপতিই শুনছেন না! সবমিলিয়ে জোট ভাঙার দায় অধীরের উপরই চাপাচ্ছে টিএমসি।
মহারাষ্ট্রেও এখনও আসন সমঝোতা সেরে উঠতে পারেনি কংগ্রেস। সেখানে মহা বিকাশ আঘাড়ি (Maha Vikash Aghadi)-তে কংগ্রেসের সঙ্গে রয়েছে উদ্ধব ঠাকরের শিব সেনা ও শরদ পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি-র অংশ। জানা যাচ্ছে, ঠাকরের সঙ্গে কথা হয়েছে রাহুল গান্ধীর।
মুম্বইয়ের ৬টি লোকসভা আসনের তিনটি আসন- মুম্বই সাউথ সেন্ট্রাল, মুম্বই নর্থ সেন্ট্রাল ও মুম্বই নর্থ-ওয়েস্টে লড়তে চাইছে কংগ্রেস। ঠাকরে চাইছেন মহারাষ্ট্রের ১৮টি আসনে লড়তে, যার মধ্যে মুম্বইয়ের চারটি আসন রয়েছে- মুম্বই সাউথ, মুম্বই নর্থ ওয়েস্ট, মুম্বই নর্থ ইস্ট ও মুম্বই সাউথ সেন্ট্রাল।
মিলিন্দ দেওরা, অশোক চ্যবন ও বাবা সিদ্দিকির দলত্যাগে মহারাষ্ট্রে ধাক্কা খেয়েছে কংগ্রেস। তবুও তাদের জোট মহারাষ্ট্রে ভালো ফল করবে বলে আশাবাদী মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাতোলে। কিন্তু সমস্যাও রয়েছে। কেন না, উদ্ধ্বব ও শরদ দুজনেই দলের নাম ও প্রতীক হারিয়েছেন। ফলে নতুন নাম ও প্রতীক চেনানোর বড় চ্যালেঞ্জও রয়েছে তাঁদের। নির্বাচন এগিয়ে আসছে। দ্রুত আসন রফা চূড়ান্ত করে তিন দলকে একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে প্রচারে নেমে পড়তে হবে।