বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:এখন আর শোনা যাবে না প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’। ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘মন কি বাত’ অনুষ্ঠান করলেন। এখন সাময়িক বিরতি। আগামী দিনে ফের এই অনুষ্ঠান প্রচারিত হবে। কিন্তু কারণটা কী?

 

জানা গিয়েছে, সামনেই লোকসভা ভোট। দুয়ারে কড়া নাড়ছে ভোটের বাদ্যি। মার্চ মাসের শুরুতেই ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়া এখন সময়ের অপেক্ষা। আর সেজন্যই আপাতত বন্ধ রাখা হল প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠান। এবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী।

আগামী লোকসভা ভোটের নতুন ভোটারদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বার্তা। এমনও মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নিজেই ‘মন কি বাত’ অনুষ্ঠান এখন সম্প্রচার বন্ধের কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, সামনেই লোকসভা ভোট। সে কারণে নির্বাচনী বিধিনিষেধ গোটা দেশে কার্যকরী হবে। সে কারণে আগামী তিন মাস ‘মন কি বাত’ অনুষ্ঠান সম্প্রচারিত হবে না।

‘ন্যাশনাল ক্রিয়েটর এওয়ার্ড’ নামে একটি প্রতিযোগিতার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন ইন্টারনেট দুনিয়ায় প্রচুর মানুষ ব্লগিং করেন। খাওয়া-দাওয়া, ঘুরে বেড়ানো, লাইফ স্টাইল নিয়ে ইউটিউবাররা ব্লগিং করেন। তাদের উদ্দেশ্যে বার্তা দিলেন নরেন্দ্র মোদী। দেশের প্রথম ভোটারদের উৎসাহিত করার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রতি মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ‘মন কি বার্তা’ নিয়ে আসেন ভারতবর্ষের নাগরিকদের কাছে। আজ রবিবার ১১০ তম ‘মন কি বাত’ অনুষ্ঠান। সম্প্রচারিত হল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে একই ভাবে ‘মন কি বাত’ অনুষ্ঠান সাময়িক বন্ধ রাখা হয়েছিল।

ইসলামপুর শহরে আসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি শিবডাঙ্গিপাড়া নগর মণ্ডল কার্যালয়ে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ কার্যক্রম দলীয় সমর্থকদের সঙ্গে শোনেন। দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এটি প্রধানমন্ত্রী ভোটের আগে অন্তিম ‘মন কি বাত’ কার্যক্রম। ভোটের পর ১১১ তম ‘মন কি বাত’ অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, ১, ২ ও ৬ মার্চ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। এই মাসে আন্তর্জাতিক নারী দিবস। সেজন্য মহিলাদের সঙ্গে তিনি কথা বলবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *