বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:দীর্ঘ দিন প্রতীক্ষার পরে এবার দিঘার পর্যটকেরা পেতে চলেছেন নতুন উপহার প্রমোদতরীর যাত্রা। প্রতিদিনই দূর দূরান্ত থেকে হাজার হাজার পর্যটক দিঘার সমুদ্র সৈকতে এসে ভিড় জমান।

মূলত কলকাতা থেকে কাছে এবং যোগাযোগ ব্যবস্থা অনেক ভাল হওয়ার কারণে পর্যটকদের এই সমুদ্র সৈকতে যাতায়াতের অনেক সুবিধা রয়েছে। এই কারণেই এত সংখ্যক পর্যটকদের ভিড় দেখা যায় দিঘায়। এখন দিঘায় সমুদ্রস্নানের পাশাপাশি বিভিন্ন জায়গা ঘুরে দেখার জন্য তৈরি হয়েছে পার্ক, মিউজিয়াম, কফি হাউস-সহ আরও কত কী। তবে এবার সব কিছুকেই ছাপিয়ে যাবে সমুদ্রবক্ষে প্রমোদ-ভ্রমণ।

২০২৩ সালে ডিসেম্বরে পরিষেবা চালুর লক্ষ্যমাত্রা নিয়ে সম্পন্ন হয়েছিল ‘এম ভি নিবেদিতা’ নামের প্রমোদতরী বা ক্রুজের সাজসজ্জার কাজ। কিন্তু পরিকাঠামোগত কিছু অসুবিধার জন্য এতদিন চালু হতে পারে নি।
এই বিষয়ে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক তথা কাঁথির মহকুমাশাসক সৌভিক ভট্টাচার্য জানান, ‘প্রমোদতরীর ফিটনেস সার্টিফিকেট হাতে এলেই পরিষেবা চালু করে দেওয়া হবে। আগামী জুলাইয়ে পর্যটকদের নিয়ে প্রমোদতরী সাগরসফর শুরু করবে বলে আশা করছি আমরা।’ প্রশাসন সূত্রে জানা যায়, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সমুদ্রের অ্যাডভেঞ্চার আর বিনোদন উপভোগে গান-বাজনা-সহ দারুণ সব ব্যবস্থা থাকছে সম্পূর্ণ বাতানুকূল এই প্রমোদতরীটিতে। মোট ২ টি ডেক রয়েছে সেটিতে। যাত্রীদের বসার জন্য আছে ৮০টি আসন। মানুষের মধ্যে ইতিমধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে এই নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *