বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:তৃতীয় দফায় প্রধানমন্ত্রী হয়েই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী শুরু করে দিলেন তাঁর কাজ। তৃতীয় বার ক্ষমতায় বসেই কৃষক কল্যাণের তহবিল খরচে স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী।

এদিন PM Kisan Nidhi-র ১৭তম কিস্তি প্রকাশের অনুমোদন দিয়েছেন নরেন্দ্র মোদি। এই স্বাক্ষরের ফলে দেশের ৯ কোটি কৃষক উপকৃত হবেন। পিএম কিষাণ নিধির আওতায় প্রায় 20,000 কোটি টাকা দেবে মোদি সরকার। এর ফলে আনন্দে উদ্বেলিত ভারতের মূল ভিত্তি কৃষককুল।

মোদী ওই কিষান নিধি প্রকল্পর স্বাক্ষর করে সাংবাদিকদের বলেন, “আমাদের সরকার কিষাণ কল্যাণে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তাই দায়িত্ব নেওয়ার পরই কৃষক কল্যাণ সম্পর্কিত প্রথম ফাইলে স্বাক্ষর। আমরা ভবিষ্যতে কৃষক এবং কৃষি খাতের জন্য আরও বেশি কাজ করে যেতে চাই।” সূত্রের খবর, পিএম কিষাণ সম্মান নিধি (PM Kisan Yojona) প্রকল্পের সুবিধা পেতে তাঁর ১৭তম কিস্তির টাকা পেতে কৃষকদের অবশ্যই তাঁদের অ্যাকাউন্টে e-KYC জমা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *