বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এ বছরও বাংলা পেলো না কোনো পূর্ণ মন্ত্রী। তবে ‘নেই মামার চেয়ে কানা মামা ভালো’ এই প্রবাদে বিশ্বাস রেখে খুবই খুশি বাংলার বিজেপি নেতৃত্ব। রবিবার শপথ গ্রহণের পরে সোমবার দপ্তর বন্টনের কাজ অনেকটাই সেরে ফেললেন প্রধানমন্ত্রী।
জানা যাচ্ছে,মতুয়া সম্প্রদায়ের মুখ শান্তনু ঠাকুরকে এবারও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী করা হয়েছে। সর্বানন্দ সোনোয়ালের ডেপুটি হিসেবে জাহাজ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করেন শান্তনু। আর বঙ্গ বিজেপির সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে এবার শিক্ষামন্ত্রকের প্রতিমন্ত্রী করা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ডেপুটি হিসেবে কাজ করবেন সুকান্ত। পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকেরও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। সেক্ষেত্রে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ডেপুটি হিসেবে দায়িত্ব থাকবে তাঁর উপর। জাহাজ প্রতিমন্ত্রী হিসাবে শান্তনু ঠাকুরের প্রথম পর্বের কাজে খুশি প্রধানমন্ত্রী।
অন্যদিকে সুকান্ত মজুমদারকে শিক্ষা প্রতিমন্ত্রী করায় সুকান্ত মজুমদার নিজে খুবই উৎফুল্ল। সঙ্গে আছে উত্তর পূর্বাচল উন্নয়ন দপ্তর। সুকান্ত মজুমদার একজন অধ্যাপক। ফলে শিক্ষা দপ্তর পেয়ে তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।