বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:রবিবার নতুন এনডিএ মন্ত্রিসভা শপথ নিয়েছে। সোমবার বিকেল পাঁচটায় সেই মন্ত্রিসভার প্রথম বৈঠক। ওই বৈঠকের আগেই মন্ত্রীরা কোন মন্ত্রকের দায়িত্ব পাচ্ছেন, তা ঘোষণা করা হবে। সূত্রের খবর মন্ত্রকের বন্টন ডেভেলপড ইন্ডিয়া মিশন এবং প্রধানমন্ত্রী মোদীর গ্যারান্টিগুলিতে ফোকাস করবে। তবে সবার নজর রয়েছে ক্যাবিনেট কমিটি অফ সিকিউরিটির দিকে।

অর্থ, প্রতিরক্ষা, স্বরাষ্ট্র ও বিদেশ মন্ত্রক বিজেপি তাদের নিজের হাতেই রাখবে বলে জানিয়েছে। এই চার মন্ত্রকের কোনও ভাগ হবে না বলেও বিজেপির তরফে বিশেষ করে এনডিএ-র দুই বড় শরিক নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে জানানো হয়েছে।

রবিবার সন্ধেয় রাষ্ট্রপতি ভবনের লনে মোদী ৩ সরকারের শপথ গ্রহণের জমকালো অনুষ্ঠানটি হয়। সেখানে সারা ভারত এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশিষ্ট অতিথিরা হাজির ছিলেন। রবিবার ৭২ জন মন্ত্রী শপথ নিয়েছে। এঁদের মধ্যে ৩০ জন ক্যাবিনেট মন্ত্রী, পাঁচ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ৩৬ জন প্রতিমন্ত্রী রয়েছেন।

শপথ নেওয়া ৭২ জনের মধ্যে ষাটজন বিজেপির থেকে। মন্ত্রিসভায় জেডিইউ এবং টিডিপির দুজন করে মন্ত্রী রয়েছেন. এছাড়া এলজেপি, হাম, আরপিআই, আপনা দল এস, শিবসেনা শিন্ডে এবং আরএলডির একজন করে মন্ত্রী শপথ নিয়েছেন।

রবিবার শপথ নেওয়া মন্ত্রীদের মধ্যে ছয়জন প্রাক্তন মুখ্যমন্ত্রী রয়েছে। তাঁরা হলেন, উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজনাথ সিং, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতেন রাম মাঞ্ঝি, হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী।

তৃতীয় মোদী মন্ত্রিসভায় সংখ্যালঘু প্রতিনিধিদের মধ্যে রয়েছেন, শিখ সম্প্রদায় থেকে হরদীপ পুরী এবং রবনীত বিট্টু, বৌদ্ধ সম্প্রদায় থেকে কিরেণ রিজিজু এবং খ্রিস্টান সম্প্রদায় থেকে জর্জ কুরিয়েন এবং পবিত্র মার্গারিটা। মুসলিম সম্প্রদায় থেকে এখনও কোনও প্রতিনিধি এবারের মোদী মন্ত্রিসভায় নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *